আছাদুজ্জামান, খুলনা: বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত আজকের সমাবেশ ও র্যালির কর্মসূচি একদিন পেছানো হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার নগরীর জিয়া হল চত্বরে দুপুর আড়াইটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
গত রাতে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মসূচি ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, মঙ্গলবার নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। খুলনা বিভাগের ১০টি জেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবে। গণঅভুত্থান পরবর্তী সবচেয়ে বড় সমাবেশ হবে এটি। এজন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি সমাবেশে লক্ষাধিক লোকের উপস্থিত হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, গণতন্ত্র দিবসে খুলনা নগরী জনসমুদ্রে পরিণত হবে। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষে র্যালি যশোর রোড হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হবে। এটি হবে খুলনার ইতিহাসে সবচেয়ে বড় র্যালি। কর্মসূচি সফলে পাঁচটি উপকমিটি করা হয়।