বিনোদন ডেস্ক: নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, ‘তুফান’ ছবি শেষে থাকবে বড় টুইস্ট। আর সেটা বোধহয় দর্শকরা পেয়ে গেছেন। আসছে তুফানের দ্বিতীয় কিস্তি। কারণ, সিনেমা শেষে লিখে দেওয়া হয়েছে, ‘তুফান সবে তো শুরু’।
হ্যাঁ, তৈরি হবে শাকিব খান অভিনীত চলচ্চিত্রটির পরবর্তী কিস্তি। সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্র ইনডিপেনডেন্ট ডিজিটালকে তেমনই ইঙ্গিত দিয়েছেন।
ঈদে মুক্তির মিছিলে সবচেয়ে বেশি হল পেয়েছে তুফান। সর্বোচ্চ ১৩ লাখ টাকা অগ্রিম দিয়ে অধিকাংশ হল মালিককে নিতে হয়েছে এটি। অন্যদিকে ঈদের প্রথম দিকে বেশ ভালো সাড়া দেখা যাচ্ছে।
আর এতে স্টার সিনেপ্লেক্সে তাদের শো ২১টি থেকে বাড়িয়ে ৩৬টি করেছে। ঈদের দ্বিতীয় দিন থেকে চালু হচ্ছে বলে জানিয়েছে এই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ।
সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। এছাড়া এতে চঞ্চল চৌধুরী, নাবিলা ও মিমি চক্রবর্তীর মতো শিল্পীরা রয়েছেন। এর প্রযোজনায় রয়েছে বাংলাদেশের আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ।