নিজস্ব সংবাদদাতা, খুলনা:
কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে দশটায় খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যানারে এই আন্দোলনে অংশ নেন সরকারি ব্রজলাল কলেজ (বিএল কলেজ) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন।
বিএল কলেজের শিক্ষার্থী সাজেদুল ইসলাম বাপ্পী ও সোহাগ গাজী বলেন, আমরা আজ এক দফা দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের দাবি হচ্ছে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত চাকরিতে সব কোটা বৈষম্যের অবসান চাই। কোটা বৈষম্যের অবসান হবে, এরপর আমরা রাজপথ ছাড়ব।এ দেশের ছাত্র সমাজের কোনো আন্দোলনে নেমে ফিরে যাওয়ার নজির নেই। এবারও আমরা খালি হাতে ফিরে যাব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।