নিহত ব্যক্তিদের মধ্যে আছেন পিকআপ ভ্যানের চালক সুনামগঞ্জের চঞ্চল রায় (৩০)। নিহত অপরজন হলেন রাজধানীর মোহাম্মদপুরের রিপন (৩৫)। দুর্ঘটনায় আহত মো. মামুনের (৪০) বাড়ি বরিশালে। রাজধানীর মোহাম্মদপুরে মাছ সরবরাহ শেষে ময়মনসিংহের ভালুকায় ফিরছিলেন তাঁরা।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, চঞ্চল রায় পিকআপটি চালিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের ভালুকা যাচ্ছিলেন। শ্রীপুরের জৈনাবাজার যাওয়ার পর সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় পিকআপটি। ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়েছিলেন। এতে ওই পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক চঞ্চল রায়। চালকের পাশে ছিলেন রিপন। তাঁকে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পিকআপে থাকা মো. মামুনকে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাওনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন আজ সকালে প্রথম আলোকে বলেন, দুজনের লাশ হাইওয়ে থানায় আছে। তাঁদের স্বজনেরা এসেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশের হেফাজতে রয়েছে।