এম, এ কাশেম বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলপথ অবরোধ করে কোটাবিরোধী আন্দোলনে নেমেছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। এতে দুইটি ট্রেন আটকা পড়েছিলো।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল থেকে কুমিরা রেলওয়ে স্টেশনে আন্দোলন শুরু করে তারা। এতে শতো শতো শিক্ষার্থী যোগদান করে৷ সেখানে তারা কোটাবিরোধী নানা স্লোগান দিতে থাকে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন দু'টি আটকা পড়েছিলো সেখানে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, কুমিরা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দু'টি ট্রেন আটকা পড়েছিলো৷
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গিয়েছেন।
এবং সেখানে গিয়ে তারা আন্দোলন রত: শিক্ষার্থীদের সাথে কথা বলছেন।
এ রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব (দুপুর দেড় টা) আন্দোলন রত: শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও রেলওয়ের কর্মকর্তাদের আলোচনা চলছে। এবং এর ফাঁকে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেযা হয়।
আন্দোলন রত: শিক্ষার্থীদের মধ্যে নের্তৃত্ব দানকারী দু'একজন জানান, আলোচনা ফলপ্রসূ না হলে আবার অবরোধ করা হবে।