ভ্রাম্যমান প্রতিনিধি: দুই দিনের সফরে চট্টগ্রামে পৌঁছে হঠাৎ অভিযানে নেমেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শুক্রবার (৫ জুলাই) বিকেলে তিনি নগরের জিইজি মোড় এলাকায় মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালটির যাবতীয় বিষয় যাচাই-বাছাই করে দেখছেন। কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই মন্ত্রী এ অভিযানে নেমেছেন।
এর আগে শুক্রবার সকালে চট্টগ্রাম পৌঁছান ডা. সামন্ত লাল সেন। রাতে হোটেল রেডিসনে চট্টগ্রাম কার্ডিওলজি সোসাইটি কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মন্ত্রী দুই দিনের সফরসূচিতে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে। শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলা বিমানের একটি ফ্লাইটযোগে চট্টগ্রাম ত্যাগ করবেন স্বাস্থ্যমন্ত্রী।