চাকরি ডেস্ক: সম্প্রতি নিয়েোগ বিজ্ঞপ্তি দিয়েছে কনস্যুমার প্রোডাক্ট তৈরিকারক প্রতিষ্ঠান ট্রু কেয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটির টেরিটরি সেলস্ বিভাগে নিয়োগ দেয়া হবে।আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা : টিম সুপারভাইজার (T.S), ৬ টি।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এইচএসসি অথবা তদূর্ধ্ব পাশহতে হবে।সেলস্ & মার্কেটিং এ ২/৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট জেলার যে কোন উপজেলা।
কাজের ধরন: ডিলার নিয়োগ করা ও সেলস্ টিম গঠন করা। সেলস্ টিমের মাধ্যমে প্রতিদিনের লক্ষমাত্রা পুরন করা ও সেলস্ এর তদারকি করা। ডিলারের সাথে সু সম্পর্ক বজায় রাখা। বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নীতিমালা অনুযায়ী কাজ করা। কোম্পানির চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করা।
বেতন ও সুবিধাদি: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে , টিএ+ডিএ, মোবাইল, ইন্টারনেট বিল + আকর্ষণীয় সেলস্ কমিশন।
বেতন ছাড়া বছরে ২ টি বোনাস, বছরান্তে বেতন বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ডসহ বিদেশ ভ্রমনের সুযোগ রয়েছে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ছবি সম্বলিত CV( জীবন বৃত্তান্ত) trueenterprise.khulnadepo@gmail.com মেইলে PDF ফাইল আকারে প্রেরন করবার জন্য অনুরোধ করা হয়েছে।
বাছাই প্রক্রিয়া শেষে নিদৃিষ্ট সময় সূচি অনুযায়ী ওয়াক-ইন-ইন্টারভিউয়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানানো হবে। সঙ্গে বায়োডাটা, দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি কার্ড, সব একাডেমিক সার্টিফিকেট ( মুল ও ফটোকপি) অভিজ্ঞতা সনদ সাথে রাখতে হবে।
আবেদনের সিভি প্রেরনের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি