মোঃআল আমিন, স্টাফ রিপোর্টার:
বরগুনার তালতলীতে ৩২ লিটার দেশীয় তৈরি অবৈধ চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তালতলী থানা পুলিশ।
মঙ্গলবার ১৬ জুলাই ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী বাজার সংলগ্ন বটতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তিকে ৩২ লিটার চোলাই মদসহ আটক করে তালতলী থানা পুলিশ।
আটকৃত জাহাঙ্গীর হাওলাদার তালতলী উপজেলার পাওয়াপাড়া এলাকার আরশেদ আলী হাওলাদার এর ছেলে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান। তিনি বলেন, মাদক কারবারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।