নরসিংদী: নরসিংদীর পলাশে নিখোঁজ হওয়ার প্রায় ৪ দিন পর মাইশা আক্তার নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাড়ির শৌচাগারের সেফটি ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- জালাল শেখ (৪৮), তার স্ত্রী মাহফুজা শেখ (৩৯) এবং তাদের ছেলে বিল্লাল শেখ (২০)। তারা সবাই উদ্ধার হওয়া শিশুর পিতা মেহেদী হাসান এর বাড়ির ভাড়াটিয়া। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে নরসিংদী র্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক নিশাত তাবাসসুম এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, নিহত মাইশা আক্তার নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়ের জয়নগর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। গত ২১ জুন শুক্রবার থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার রাতেই তার পরিবার পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ডায়েরির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে র্যাব সদস্যরা অনুসন্ধান চালিয়ে মেহেদী হাসানের বাড়ির শৌচাগারের সেফটি টেংক থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেন।
প্রেস রিলিজের মাধ্যমে র্যাব জানিয়েছেন, অনুসন্ধানে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে ভাড়াটিয়াদেরকে প্রাথমিক পর্যায়ে সন্দেহ করা হয়। পরে ভাড়াটিয়া বিল্লাল শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে তার পিতা জালাল শেখ শিশু মাইশাকে হত্যা করে শৌচাগারের সেফটি ট্যাংকের ভেতরে ফেলে রাখে। এরপর সেফটি ট্যাংক খুললে সেখানে শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন। এ ব্যাপারে পলাশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।