খুলনা প্রতিনিধি: নগরীর খানজাহান আলী থানার শিরোমনি পশ্চিমপাড়ার মৃত শেখ আঃ হামিদ এর পুত্র ৩৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শেখ ইমাদুল হক অনৈতিক কাজের প্রতিবাদ করার তাকে মারধর , ও প্রাননাশের হুমকি দেওয়া হয়েছে ।
এ ঘটনায় ভুক্তভোগি খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেছেন। থানায় দায়েরকৃত ডায়েরী ও এলাকাবাসি সুত্রে জানা যায়। দির্ঘদিন ধরে একই এলাকার তরিকুল মোল্ল্যা তার আপন মামি তানজিনা বেগমের সঙ্গে অবৈধভাবে দৈহিক সম্পর্ক করে আসছে, যা এলাকার লোকমুখে গুজ্ঞন রয়েছে। এতে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। তরিকুলের মামা শেখ আব্দুর রউফ এর সম্মতিতি এ সকল অবৈধ কর্মকান্ড চলে আসছে। কারন তরিকুল সংসারের ভরন পোষন ব্যয় – ভার বহন করে। এ নিয় আব্দুর রউফ দেখেও না দেখার ভ্যান করে । মামি তানজিনা বেগম ভাগ্নে তরিকুলকে কক্সবাজারে পাঠিয়ে রউফ বাড়িতে থাকে, মামী ভাগ্নে সেখানে ফুর্তি করে। এছাড়া গত বছরের ১৪ অক্টোবর তরিকুলের নববিবাহিত স্ত্রী তন্নী বেগম মামী ভাগ্নের অনৈতিক কাজ দেখে ফেলে চিৎকার চেঁচা— মেচি করে বাড়ির সাবাইকে বলে দেয় । বিষয়টি এলকায় জানাজানি হয়ে যায়। জিডির বাদি ইমাদুল হক ব্যাপারটি জেনে প্রতিবাদ করলে তরিকুৃল , আব্দুর রউফ, ও তানজিনা বেগম ক্ষিপ্ত হয়ে জিডির বাদি ইমাদুল হককে প্রানে মেরে শেষ করে ফেলবে মর্মে হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ২৪ শে এপ্রিল ভুক্তভোগি ইমাদুল হক খানজাহান আলী থানায় সাধারন ডায়েরী করেন যার নং ১৩৩৮। খানজাহান আলী থানার এস আই ও জিডির তদন্তকারী কর্মকর্তা এস আই ইসতিয়াক আহম্মেদ বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থ্য গ্রহন করা হবে।