আশরাফুল আলম,
ঈদরে তুই কেন এলি
এই গরীবের ঘরে,
চোখের জলে দেব বিদায়
বলনা কেমন করে?
মা হারা এক সন্তান আমি
বাবাও গেছে মরে,
বলনা তোরে বরণ করি
আমি কেমন করে!
সবাই পরবে নতুন জামা
আতর গোলাপ জল,
আমি এতিম কেঁদে কেঁদে
ফেলবো চোখের জল।।
সবাই খাবে কোর্মা,পোলাও
সেমাই পায়েস পিঠা,
ঘরের কোণে রইবো পড়ে
আমি তখন একা।
কে- ই বা বলবে আয়রে বাবা
এবার খেয়ে নে,
নতুন সাজে যা -রে মাঠে
স্রষ্ঠার স্মরণে।
হৃদয় ভরা আঘাত আর
অশ্রু ভরা জল,
এই কি ছিলো ভাগ্যে আমার
তুই বিধাতা বল।
তোদের সাথে না হয় গেলাম
যাবো আমি একা,
ঈদ গাহের এক কোণে
পাই যেন তাঁর দেখা।