বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে জাল টাকাসহ মনির তালুকদার (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) ভোরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এসময় এক হাজার টাকা মানের দুইটি ও ২০০ টাকা মানের সাতটি জাল নোট জব্দ করে পুলিশ।
আটক মনির তালুকদার খাউলিয়া গ্রামের মো. সৈয়দ আলী তালুকদারের ছেলে।
তিনি নিজেকে সংবাদকর্মী পরিচয় দিতেন। তার কাছে ‘অপরাধ অনুসন্ধান ডট টিভি’ ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব’ এর নির্বাহী মেম্বারের পরিচয়পত্র পেয়েছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মনির তালুকদারের কাছ থেকে নয়টি জাল নোট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।