তুহিন আলম,
শার্শা যশোর প্রতিনিধি:-
যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ১৫০ পুরিয়া হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী ,১০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী ,৩ জন সাজা পরোয়ানা ভুক্ত আসামি ও ৮ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সর্বমোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয় ।
বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সুমন ভক্ত এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশের অভিযানে ১৫০ পুরিয়া হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী ,১০০গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী ,৩জন সাজা পরোয়ানা ভুক্ত আসামি ও ৮ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সর্বমোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।