বিশেষ সংবাদদাতা : বিএনপি কোনো হানাহানির রাজনৈতিক করবে না বলে মন্তব্য করেছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টায় নিয়ামতপুর উপজেলা হেলিপোর্ট মাঠে উপজেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের আটক করেছে। আমাদের নেতাকর্মীদের আয়নাঘরে পাঠিয়েছে কিন্তু কোনো হানাহানির রাজনৈতিক আমরা করবো না।
এ ছাড়া বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।
তিনি আরও বলেন, আগামীতে আমাদের সন্তানেরা বর্তমান প্রজন্ম আর এই ব্যর্থতা দেখার জন্য প্রস্তুত নয়।
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ফ্রি চিকিৎসা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকলেছার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
যুবদলের যুগ্ম আহবায়ক জিএম কাউসার ইসলাম রতনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক ইসাহাক আলী সরকার।
এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ আলী টিটু, আব্দুল মান্নান, আরিফ কাউসার, মামুনুর রশীদ মামুন, নিয়ামতপর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম (সাথী), উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সামাদ সোনার, আনোয়ার হোসেন, শাহিন আলম, সাবেক ছাত্রদলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম তোতাসহ ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতারা।