মোঃ জাহিদুর রহিম মোল্লা,
বালিয়াকান্দি, রাজবাড়ী :
রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ৩ নং ওয়ার্ড বাগমারা গ্রামের মৃত আমির উদ্দিন বিশ্বাসের ছেলে , ইরান বিশ্বাস ওরফে টুনু বিশ্বাস ৭০ বাড়াই জুড়ি রেলওয়ে ব্রিজের পাশে ভাটিয়া পাড়া গামী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে আজ (সোমবার) সকাল ১১ টা ৪৫ মিনিটে ঘটনা স্থলেই নিহত হন ।
রাজবাড়ী সদর উপজেলা মিজানপুর ইউপি সাবেক ৩, নং ওয়ার্ড সদস্য মোঃ মোস্তফা মোল্লা বলেন, বাগমারা গ্রামের মোঃ ইরান বিশ্বাস দীর্ঘদিন যাবত তার মাথায় সমস্যা ছিল, বলে বাড়িতে তাকে মাঝেমধ্যে বেঁধে রাখা হইত , বাড়ির ফ্যামিলির নজর এড়িয়ে বান্ধন ছুটে গিয়ে বাড়ি হইতে বের হয়ে কালুখালির উদ্দেশ্যে রওনা দিলে বাড়ায়জুরি নামক জায়গায় রেলওয়ে ব্রিজের পাশে রাজবাড়ী হইতে ছেড়ে আসা ভাটিয়া পাড়া গামী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে টেনে কাটা পড়েন।
রাজবাড়ী সদর উপজেলা নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিতা বলেন ইরান বিশ্বাস আমার মামা হন আমি খবর পেয়েছি বাড়াইজুরি নামক জায়গায় আমার মামা রেলে কাটা পড়ে মারা গিয়েছে আমি রাজবাড়ী রেলওয়ে অফিসার ইনচার্জ ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি আমি এখন ঘটনা স্থলে যাচ্ছি।
রাজবাড়ী রেলওয়ে অফিসার ইনচার্জ ওসি বলেন রাজবাড়ী হইতে ছেড়ে যাওয়া ভাটিয়াপাড়া গামী এক্সপ্রেস এর সঙ্গে বাড়াইজুরি রেলওয়ে ব্রিজের পাশে এক ব্যক্তি রেলে কাটা পড়েছে বলে সংবাদ পেয়ে ঘটনা স্থলে ফোর্স পাঠানো হয়েছে , এখনো লাশ ঘটনা স্থলে আইনি প্রক্রিয়াধীন রয়েছে । তার নাম মোঃ ইরান বিশ্বাস পিতা মৃত আমির উদ্দিন বিশ্বাস গ্রাম বাগমারা ইউপি মিজানপুর ওয়ার্ড নং তিন রাজবাড়ী সদর।