মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি
রাজবাড়ী প্রতিনিধি ॥
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মসজিদের মধ্যে থেকে বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য হারুন-অর রশিদ (৭৫) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। তিনি বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর টেংড়াপাড়া গ্রামের আবুল কাসেম মোল্যার ছেলে।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা বাজার জামে মসজিদের মধ্যে থেকে মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানিয়েছেন, বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য হারুন-অর রশিদ নারুয়া বাজার থেকে বাড়ী ফেরার পথে গাড়াকোলা এলাকায় আসলে অসুস্থ হয়ে পড়েন। পরে মসজিদের মধ্যে দিয়ে শুয়ে থাকেন। যোহরের আযান দিতে মসজিদে ঢুকে দেখতে পান একজন শুয়ে আছে। তাকে অনেক ডাকাডাকি করলেও না উঠায় লোকজন জড়ো হয়ে দেখেন মারা গেছে। পরিবারের লোকজনের খবর দিয়ে মরদেহ উদ্ধার করে বাড়ী নিয়ে গেছেন।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য হারুন-অর রশিদ বাজার থেকে বিকাল বাড়ী ফেরার পথে অসুস্থ হয়ে মসজিদের মধ্যে গিয়ে শুয়ে পড়েন। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।বিকাল সাড়ে পাঁচটায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় ও থানা অফিসার্স ইনচার্জ আলমগীর হোসেন গার্ড অফ অনার প্রদান করা হয় স্থানীয় ইউপি চেয়ারম্যান কুমার বসু বীর মুক্তিযোদ্ধ সুকুমার রায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ স্থানীয় নেতৃবৃদ্ধ উপস্থিত ছিলেন মৃত্যুকালে এক স্ত্রী দুই ছেলে ও তিন মেয়ে রেখে মারা যান।