স্টাফ রিপোর্টার : ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংগঠনটি নিষিদ্ধ করতে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আজ মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত গণজমায়েতে এ আল্টিমেটাম দেন তিনি।
আজ বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। এ সময় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি দ্বিমুখী বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যে স্পষ্ট যে তিনি শেখ হাসিনাকে বৈধতা দিতে চান। আমরা গণ-আন্দোলনের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। রাষ্ট্রপতির এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
এর আগে মিছিলে ‘হই হই, রই রই, ছাত্রলীগ গেলি কই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’, ‘ছাত্রলীগের চামড়া, তুলে নেব আমরা’, ‘দড়ি ধরে মারো টান, চুপ্পুর গদি হবে খান খান’ প্রভৃতি স্লোগান দেন শিক্ষার্থীরা।