স্টাফ রিপোর্টার : স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. জামাল উদ্দিন খলিফা।আজ সোমবার (২৪ জুন) ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।(ইন্না.....রাজিউন)
ডা. জামাল উদ্দিন খলিফা ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের ছাত্র সংসদের প্রথম সহ-সভাপতি। সেইসঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিক ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) র কেন্দ্রীয় (ঢাকা বিভাগ) সহ- সভাপতির দায়িত্বে ছিলেন।
মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ ১.বেইলী রোড (ওরিয়েন্টাল বিল্ডিং) এ বাসাস্থ ৩য় তলার মসজিদে অনুষ্ঠিত হবে।