শ্বাসকষ্ট নিয়ে শনিবার মধ্যরাতে শিশু রেদোয়ানকে মুন্নু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। এরপর তাকে ভর্তি করে বেডে দেয়া হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে বেসরকারি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ ৩ হাজার টাকা খরচ পরিশোধ না করায় উন্নত চিকিৎসা নিতে ঢাকায় যেতে দেয়নি দেড় বছরের এক শিশুকে; ওই হাসপাতালেই অবশেষে বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে ঘিওর উপজেলার গিলন্ড এলাকার মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মো. রেদোয়ান শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ফলসাটিয়া বকচর এলাকার সোহেল গাজীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট নিয়ে শনিবার মধ্যরাতে শিশু রেদোয়ানকে ওই হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। এরপর তাকে ভর্তি করে বেডে দেয়া হয়। চিকিৎসার পর শিশুর অবস্থা সংকটাপন্ন দেখা দিলে সকালে তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে শিশুর চিকিৎসার খরচ ৩ হাজার টাকা পরিশোধ করতে বলা হয় স্বজনদের।
শিশু রেদোয়ানের চাচা আবুল হোসেন জানান, শিশুটিকে ভর্তির পর হাসপাতালে ডাক্তার না থাকায় কোনো চিকিৎসা দেয়া হয়নি। ডাক্তারের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু এরমধ্যেই শিশুর শ্বাসকষ্ট আরও বেড়ে যায়।
তিনি বলেন, পরে হাসপাতালের নার্সের সাহায্যে জরুরি বিভাগের একজন ডাক্তারকে ডেকে আনা হয় এবং শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিক্যালে রেফার্ড করা হয়। কিন্তু হাসপাতালের খরচ ৩ হাজার টাকা পরিশোধ করতে না পারায় হাসপাতালের লোকজন শিশু ও তার স্বজনদের আটকে রাখেন। এরপর বেলা ১২টার দিকে বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়।
বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবিও করেন রেদোয়ানের চাচা আবুল হোসেন।
এ বিষয়ে মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, রোগীর স্বজনেরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করব এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘিওর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকুমার বিশ্বাস জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।