দৈনিক নিশান ডেস্ক: তৃতীয় ধাপে ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল ২৯ মে ২০২৪ ইং রোজ বুধবার ।ঘুর্নিঝড় রেমাল এর কারনে উপকুলীয় জেলা গুলোর ১৯ উপজেলা ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া উপজেলা গুলোর নির্বাচন হচ্ছে আজ ৯ জুন ২০২৪ ইংরেজি। সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। যে সকল উপজেলার নির্বাচন হচ্ছে সেগুলো হলো- বাগেরহাট জেলার শরনখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙ্গামাটির বাঘাইছড়ি।