সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রুগী সেজে ( দুদক ) এর অভিযান। জাতীয় নির্বাচন কবে, বললেন প্রধান উপদেষ্টা আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরিত্যক্ত অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিস্তল উদ্ধার চুয়াডাঙ্গায় ত্রাণের ১৫০টি কম্বলসহ ইউপি চেয়ারম্যান আটক কুটুরিয়া আইডিয়াল মাদরাসায় মক্তবের ছাত্র-ছাত্রীদের ছবক প্রদান ও দোয়ার অনুষ্ঠান ইউপি চেয়ারম্যান – মেম্বরদের মেয়াদ হবে ৩ বছর বাস্তবতা স্বীকার করে সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, সাড়ে ৩০০ মতো ইউপিতে দায়িত্বশীল কেউ ছিল না। সেখানে প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ বাতিল করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাতিল করলে গ্রাম পর্যায়ে সেবাপ্রাপ্তিতে ধাক্কা লাগবে। কেননা, একটি গ্রাম নিয়েও ওয়ার্ড গঠিত। সেজন্য ইউপি ভেঙে দিয়ে গ্রাম পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ায় ব্যাঘাত হোক সেটি চায় না সরকার। তিনি বলেন, আপাতত প্রশাসক পরিচালিত সিটি-পৌরসভা-উপজেলা ও জেলা পরিষদে নির্বাচনের কোনো পরিকল্পনা হয়নি বলেও জানিয়েছেন উপদেষ্টা। তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে নির্বাচন কখন হবে। নির্বাচন কমিশন গঠন করতে হবে আগে। তাছাড়া সংসদ নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, তা নিয়ে এখনো পরিকল্পনা করেনি অন্তর্বর্তী সরকার। এলজিআরডি উপদেষ্টা বলেন, প্রশাসক পরিচালিত হলেও স্থানীয় সরকারের সেবা নিশ্চিতে কোনো ছাড় দেবে না মন্ত্রণালয়। দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিরত রাখতে রিটের শুনানি হতে পারে আজ

যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪০ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা, যশোর:

যশোরের কেশবপুর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সেতারা খাতুন জানান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনিসুর রহমান রিপন ওরফে সাগর ওই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আইনজীবী বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আসামি রিপনের মা নাছিমা বেগম এবং বাবা মোস্তফা দপ্তরীকে খালাস দেওয়া হয় রায়ে।

মামলা বিবরণ থেকে জানা যায়, রিপনের সঙ্গে একই উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে মেরিনা খাতুনের প্রেমের সম্পর্ক ছিল।

২০১৯ সালের ২৬ অক্টোবর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের সময় রিপনকে নগদ চার লাখ টাকা দেয় মেরিনার পরিবার। কিন্তু বিয়ের কিছুদিন পর ফের দুই লাখ টাকা যৌতুক হিসেবে দাবি করেন রিপনসহ তার পরিবারের সদস্যরা।

যৌতুকের টাকা না দেওয়ায় তারা মেরিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। ২০২২ সালের ৩ মে রোজার ঈদের দিন বিকালে রিপন নেশা করে বাড়িতে আসেন এবং দুই লাখ টাকা যৌতুকের জন্য মেরিনার ওপর চাপ সৃষ্টি করেন।

এ সময় মেরিনা যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার জানালে ক্ষিপ্ত হয়ে রিপন ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন।

গুরুতর জখম মেরিনাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১১ মে দুপুরে মারা যান মেরিনা।

এ ঘটনায় নিহতের বাবা রিপনসহ পাঁচজনকে আসামি করে কেশবপুর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই লিখন কুমার সরকার।

এরপর অভিযোগ গঠানের সময় এক আসামি মামলা থেকে অব্যহতি পান। পরে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রিপনকে দোষী সাব্যস্ত কলে এ রায় দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও সংবাদ

বাস্তবতা স্বীকার করে সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেন, সাড়ে ৩০০ মতো ইউপিতে দায়িত্বশীল কেউ ছিল না। সেখানে প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ বাতিল করার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বাতিল করলে গ্রাম পর্যায়ে সেবাপ্রাপ্তিতে ধাক্কা লাগবে। কেননা, একটি গ্রাম নিয়েও ওয়ার্ড গঠিত। সেজন্য ইউপি ভেঙে দিয়ে গ্রাম পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ায় ব্যাঘাত হোক সেটি চায় না সরকার। তিনি বলেন, আপাতত প্রশাসক পরিচালিত সিটি-পৌরসভা-উপজেলা ও জেলা পরিষদে নির্বাচনের কোনো পরিকল্পনা হয়নি বলেও জানিয়েছেন উপদেষ্টা। তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে নির্বাচন কখন হবে। নির্বাচন কমিশন গঠন করতে হবে আগে। তাছাড়া সংসদ নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা, তা নিয়ে এখনো পরিকল্পনা করেনি অন্তর্বর্তী সরকার। এলজিআরডি উপদেষ্টা বলেন, প্রশাসক পরিচালিত হলেও স্থানীয় সরকারের সেবা নিশ্চিতে কোনো ছাড় দেবে না মন্ত্রণালয়।