সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ডিসি মুহাম্মদ তালেবুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক আছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ১৮৮টি মামলা হয়েছে। এর মধ্যে কয়েক ডজন হত্যা মামলা রয়েছে।
গতকাল আসাদুজ্জামান খান কামালের নয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।
এর আগে গত ১ সেপ্টেম্বর আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খানসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।